কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী)॥
নীলফামারীর কিশোরগঞ্জে মঙ্গবার বিকাল ৫টায় কিশোরগঞ্জ কালি মন্দির প্রাঙ্গনে শিল্পি সমিতির ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সিএসএম তপন সভাপতি ও মাহাদুল হককে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন গোলাম রসুল রিপন (সহ-সভাপতি), আব্দুল আউয়াল (সহ-সভাপতি)বাবু ঘন্যরাম রায় (সহ-সভাপতি), বাবু লালু রাম প্রসাদ,(সহ-সাধারন সম্পাদক), আহসান হাবিব ময়না (সাংগঠনিক সম্পাদক), বাবু নিত্যনন্দ রায় (সহ-সাংগঠনিক), কাওছার হামিদ (দপ্তর সম্পাদক), বিশ্বজিৎ মোহন্ত (কোষাধ্যক্ষ), আতিকুল ইসলাম আতিক (প্রচার সম্পাদক), সুফিয়া আকতার বিজলী (মহিলা বিষয়ক সম্পাদক), কাজলী বেগম (সহ-মহিলা বিষয়ক সম্পাদক), রুবেল হোসেন (কার্যকরী) সদস্য, আবুল কালাম আজাদ (কার্যকরী সদস্য), রউফুল আলম (কার্যকরী সদস্য), বাবু মধুরাম রায় (কার্যকরী সদস্য)।
কিশোরগঞ্জে করোনাকালীন অতিদরিদ্র
মানুষের মধ্যে অর্থ-সহায়তা প্রদান
কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী)॥
নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় ২ শত অতিদরিদ্র অসহায় মানুষদের মাঝে জনপ্রতি চার হাজার পাঁচ শত টাকা করে নগদ অর্থ- সহায়তা প্রদান। বাস্তবায়নে ‘ল্যাম্ব শো প্রকল্প-২, সহযোগিতায় ‘প্ল্যান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অর্থায়ানে‘ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।গতকাল ২ মার্চ/২১ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ টার সময় বড়ভিটা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে চেঞ্চ মেকার কমিটির সদস্য মোঃ মহির উদ্দিন বসনিয়াকে সভাপতি করে বড়ভিটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ অলিয়ার রহমানের উপস্থিতিতে উপস্থিত ছিলেন, চেঞ্চ মেকার কমিটির সদস্য মোছাঃ মিনা বেগম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক মোঃ রউফুল আলম, সাংবাদিক মোঃ কাওছার হামিদ, ল্যাম্ব শো প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোছাঃ ফারুমা খাতুন, সিএসবিএ মোছাঃ শারমিন রিমা, এফএইচডব্লিউ মমতা রাণী, শান্তনা রাণী, পূর্ণিমা, প্রিয়া্কং, রতœা রাণী, মোস্তাকিমা, মাহামুদা, রমা, মইনুল, উদয় চন্দ্র প্রমুখ। আলোচনায় চেঞ্চ মেকার কমিটির সদস্যরা বলেন, করোনাকালীন সময়ে অসহায় , দুস্থ্য, সহায়সম্বলহীন মানুষদের তালিকা করে যাচাই-বাচাই কমিটির মাধ্যমে উপজেলায় ২ শত জনকে জনপ্রতি সাড়ে চার হাজার পাঁচ শত টাকা অদ্য ২১ জনকে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রদান করে বিকাশের মাধ্যমে নগদ প্রদান করা হয়। জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠনটি কিশোরগঞ্জে আছে বলেই আজ ২ শত জন অর্থ-সহায়তা পেল। পাশাপাশি করোনাকালীন টিকা সম্পর্কিত জনগণকে উৎসাহিত করে চল্লিশোর্থ নারী-পুরুষকে করোনার টিকা দিতে সরকারের পাশাপাশি প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ করছেন কিশোরগঞ্জ ল্যাম্ব শো প্রকল্প। এ ব্যাপারে ফিল্ড কো-অর্ডিনেটর ফারুমা খাতুন জানান, শিশুসহ প্রসূতি মায়ের সু-স্বাস্থ্য বিষয়সহ করোনার টিকা প্রদানে জনগণকে উৎসাহিত করণে ল্যাম্ব শো প্রকল্প-২ এর মাঠ পর্যায়ের সবাই কাজ করছেন। প্রচার প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে