মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় জঙ্গিবাদ,মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ, প্রশ্নপ্রত্র ফাঁস ও নকল প্রতিরোধে লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড দেখাল প্রায় দেড়হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশের মাধ্যমে নিয়মিত পড়াশোনা করে নিজেকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছরের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপ্রত্র ফাঁস রোধের শপথ নিয়ে লাল কার্ড দেখায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল –সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ সমাবেশ ও শপথ পাঠের আয়োজন করে। কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী সমাবেশে অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ , লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, রংপুর জেলা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান পিয়াল, নীলফামারী জেলা শাখার প্রতিনিধি মোরসালিন হাসান মিম, সদস্য আরিফ শাহরিয়ার সিয়াম, সাকিব আদনান নিলয়, সাজিদ, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক প্রমুখ। পরে অনুষ্ঠান শেষে লাল সবুজ উন্নয়ন সংঘ নীলফামারী জেলা শাখার কার্যক্রম ফিতা কেটে উদ্ধোধন করা হয়। উল্লেখ্য পঞ্চগড় তেতুলিয়া থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমান মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে তরুনদের সচেতন করার লক্ষ্যে টেকনাফ পর্যন্ত ৬৪ জেলায় কার্যক্রম পরিচালনা করছেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে