মোঃ কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) থেকেঃ যথাযোগ্য মর্যাদার সহিত সারা দেশের নেয় নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার স্থপতি মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মাগুড়া ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংঘ যথাযোগ্য মর্যাদার সহিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন।

দিবসটি উপলক্ষে দুপুর ২টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, বিকাল ৫টায় আলোচনা সভা বঙ্গবন্ধুর কর্মজীবনের উপর মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, অত্র সংগঠনের সভাপতি কাজী নুরুল মতিন, সাধারন সম্পাদক ওয়াহেদুল হক মাগুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আলী মাস্টার, সাধারন সম্পাদক ধরনী কান্ত রায়, ৩নং ওয়ার্ড সভাপতি দক্ষিনা চন্দ্র রায়। মাগুড়া কলেজ যথাযোগ্য মর্যাদার সহিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন করেন।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় দোয়া মাহফিল, সকাল ১১টায় র‌্যালী, বিকাল ৪টায় প্রামান্য চিত্র প্রদর্শন, বিকাল ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবার রহমান শাহ্ সভাপতিত্বে বঙ্গবন্ধুর কর্মজীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক রোকেয়া আখতার, সুনীল চন্দ্র সরকার, ওয়াহেদুজ্জামান, ফেরদৌস আলম, নিরঞ্জন রায় নিুম, ছাত্রছাত্রীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিপন মিয়া, রুবেল মিয়া, আলামিন, মুন্নি আক্তার, ররব্বানী, আলমগীর ও মতিন মিয়া প্রমূখ। উপস্থপনায় ছিলেন প্রভাষক আনিছ প্রামানিক। মাগুড়া উচ্চ বিদ্যালয় দিন ব্যাপি ব্যাপক কর্মসুচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালন করেন।

দিবসটি উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গনে কালো পতাকা উত্তোলন, সকালে ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দ কালো ব্যাচ ধারন, দোয়া মাহফিল, চিত্রাংকন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর আত্মজীবনির উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানী শাহ, আসাদুজ্জামান মন্টু, ছায়ফুল ইসলাম, এসলাম উদ্দিন,রতন চন্দ্র, শাহ আলম। মাগুড়া খামাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যথাযোগ্য মর্যাদার সহিত জাতীয়ক শোক দিবস পালন করেন কর্মসুচির মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা ও র‌্যালী সহ নান কর্মসুচি পালন করেন।

উক্ত শোক দিবসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা চাঁন ও সহকারী শিক্ষক আজাদুল করিম আজাদ উপস্থিত ছিলেন। মাগুড়া ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় যথাযোগ্য মর্যাদার সহিত জাতীয় শোক দিবস পালন করেছেন। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় মিলাদ ও দোয়া মাহফিল, সকাল ১১টায় র‌্যালী, সকাল ১২টায় ছাত্র ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাহবুবুন্নার সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে