কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি ॥ প্লাটফর্ম ফর ডায়ালগ (পি ফোর ডি) স্যাপ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হলো প্রদর্শনী মেলা। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা চত্তরে প্রদর্শনী মেলার ফিতা কেটে উদ্বোধন করেন নীলফামারী ডিডিএলজি মোতালেব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু,বিট্রিশ কাউন্সিলের রংপুর বিভাগীয় ফ্যাসিলেটর রেহানা আক্তার,জেলা ফ্যাসিলেটর সহিদুল ইসলাম। উক্ত প্রদর্শনী মেলায় কিশোরগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন, মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্র,গ্রামীণ উন্নয়ন সংস্থা (ভিডিও) বাহাগিলি,শ্রম কল্যাণ পাবলিক পাঠাগার,গাড়াগ্রাম ঐ তিন সংগঠন বিভিন্ন প্রকল্পের উপর স্টল প্রদর্শন করেন। মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্র, দূর্ণীতি বিরোধী হটলাইন-১০৬, স্টুডেন্ট ড্রোপ আউট, অভিযোগ বক্স এর স্টল প্রদর্শন করেন, গ্রামীণ উন্নয়ন সংস্থা (ভিডিও) বাহাগিলি, কমিউনিটিনি ক্লিনিক,তথ্য অধিকার আইন, স্টুডেন্ট ড্রোপ আউট,স্টল প্রদর্শন করেন। শ্রম কল্যাণ পাবলিক পাঠাগার,গাড়াগ্রাম, স্টুডেন্ট ড্রোপ আউট,অভিযোগ বক্স,কমিউনিটি ক্লিনিক,প্রদর্শন করে। ডিডিএলজি মোতালেব হোসেন সংগঠন গুলোর স্টল ঘুরে পরিদর্শন করেন এবং কিছু সময় কাটান। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রড়িাচক্রের সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম রতন,শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের মোঃ ঈমাম হোসেন। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ প্রদর্শনী মেলায় লক্ষ্য করা গেছে কি একজন সাধারন মানুষ অভিযোগ করবেন,কিভাবে ১০৬ ডায়াল করে দূর্ণীতি বন্ধ করা যায়,ঝড়ে পড়া শিশুদের কি ভাবে স্কুল মুখী করা যায় এমনকী সাধরন মানুষ তাদের যে কোন অফিস আদালতে,কোন সরকারী কিংবা বেসরকারী প্রতিষ্ঠানে তথ্য জানার প্রয়োজন মনে করলে সে কিভাবে তথ্য সংগ্রহ করবে তা তথ্য অধিকার আইন সহ নানা ধরনের ব্যানার,ফেস্টুন,প্লেকার্ড এর মাধ্যমে তা প্রদর্শন করে দেখানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে