স্টাফ রিপোর্টার নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় বসতবাড়িতে যাওয়ার রাস্তায় প্রতিবেশীরা টিন এবং বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ১টি পরিবারকে ৫দিন ধরে  অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার নিতাই ইউপি’র নিতাই বাড়ি মধুপুর কুঠিয়াল পাড়া গ্রামে।গত শনিবার থেকে ৫ দিন ধরে ওই পরিবারের সদস্যরা  অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে অবরুদ্ধ পরিবারের আবুল হাসান প্রতিবেশী আব্দুল খালেককে প্রধান করে ৮ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা

গেছে,একই এলাকার মৃত্যু মোশাহাব আলীর ছেলে আবুল হাসান খরিদ মূলে ১২শতক এবং সরকারি খাস খতিয়ানের ১২ শতকের মধ্যে ৪শতক জমিতে দীর্ঘ ১০বছর যাবৎ বসবাস করে আসতেছেন।ইতোমধ্যে গত ১৯ শে জুন শনিবার সকালে প্রতিবেশী মৃত্যু বোদা মামুদের ছেলে আব্দুল খালেকের স্ত্রী-সন্তানসহ তার গংরা প্রভাব খাটিয়ে  অনধিক ভাবে বাড়িতে প্রবেশের যাতায়াতের রাস্তা টিন, বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে আবুল হাসানের পরিবারের  ৪ জন সদস্য অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন।এ ব্যাপারে  অভিযুক্ত আব্দুল খালেক জানান, স্থানীয়  মৃত্যু তোফায়েল মাস্টারের

নিকট থেকে দেড় বছর আগে ক্রয় কৃত ৪ শতক জমিতে বেড়া দিয়েছি।আমি বেআইনিভাবে কারো জমিতে বেড়া দেইনি। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল  জানান,অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে