মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টায় থানায় অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত ২৪ সেপ্টেম্বর রাত ১২ টা ৩০ মিনিটে গাড়াগ্রাম দোলাপাড়া চেকপোস্ট নামক স্থানে।

এজাহার সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলাধীন গাড়াগ্রাম ইউনিয়নের দক্ষিন গাড়াগ্রাম গ্রামের মজিবর রহমানের ছেলে গোলাম মোস্থফা (২৭) তার বোনের বাড়ী চাঁদখানা ইউনিয়নের ডোংগা গ্রাম থেকে বাড়ী ফেরার পথে গাড়াগ্রাম দোলাপাড়া নামক স্থানে পৌঁছলে ওৎপেতে থাকা পূর্ব শত্রুতার কারণে বিবাদী যাদু মিয়া (৫০), দুলাল মিয়া (৪২), জাহাঙ্গীর মিয়া (৩৫) পিতাঃ কুতুব উদ্দিন ও তাদের সাথে আরোও দুই জন অপরিচিত ব্যাক্তি সহ তার পথ রোধ করে এলোপাথারী মারপিট সহ কপালে ছুরির আঘাতের কারণে দুটি শেলাই করা আছে। তার পরেও বিবাদীগণ ক্ষান্ত হয় নি। মোস্তফার হাত পা পেছন মোড়া করে পেলাস্টিকের দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখে যায়। পরে জনৈক এক ব্যাক্তি তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে সকাল আনুমানিক ৬ টার সময় জাতীয় হেল্প লাইন নাম্বার ৯৯৯ এ ফোন করলে কিশোরগঞ্জ থানায় জানালে। পুলিশ তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে গোলাম মোস্তফা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি এজহার দায়ের করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে