কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে “ভাতের সঙ্গেই মিলবে পুষ্টি উপাদান জিংক”,জিংক সমৃদ্ধ ব্রিধান-৭২জাতের প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ এপি,ওয়াল্ডভিশন বাংলাদেশের আয়োজনে চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ি কামার পাড়া গ্রামের স্থানীয় ৫০জন কৃষকদের অংশগ্রহণে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মানব জীবনে জিংকের গুরুত্ব তুলে ধরে এতে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,নেলসন সরেনসহ কৃষক প্রমুখ। এসময় কৃষি কর্মকর্তা বলেন,অনেকে পুষ্টি সমৃদ্ধ খাবার কিনে খেতে পারেন না। অথচ ৩ বেলা ভাত সবাই খেয়ে থাকেন। যা জন সাধারণের ভাতের মাধ্যমে জিংকের ঘাটতি পূরণ করা সম্ভব। এ লক্ষ্যে সংস্থাটি মাঠ পর্যায়ে কৃষকদের বিনামূল্যে ব্রিধান-৭২জাতের বীজ ও সার দিয়ে সহায়তা করছে। আগামীতে এর মাধ্যমে ধান চাষের লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে