কিশোরগঞ্জ(নীলফামারী) থেকে কাওছার হামিদ: ছেলে ও পুত্রবধুর মারপিটে হাত-পা ভেঙ্গে যাওয়া বিধবা বৃদ্ধা মা হাছনা বেগমের (৫৮) পাশে দাড়িয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন পত্র পত্রিকায় লোহার রড দিয়ে মাকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে। নীলফামারী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের নিদের্শে উপজেলা নির্বাহী অফিসার গত মঙ্গলবার বিকাল ৫ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বড়ভিটা ডাঙ্গাপাড়াস্থ বিধবার বাড়িতে যেয়ে বৃদ্ধা মা হাছনা বেগমের শারীরিক অবস্থার খোজ খবর নেন। তার খাওয়া দাওয়া ও চিকিৎসা সেবায় যাতে কোন ব্যাখাত না ঘটে বলে চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নির্দেশ দেন। এসময় তিনি আহত বৃদ্ধা হাছনা বেগমের চিকিৎসার জন্য নগদ ৩ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস দেন। মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে কিশোরগঞ্জ থানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোফাখখারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ফজলার রহমান, ইউপি সদস্য অলিয়ার রহমান, গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে