মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসকের পর নতুন করে আরো দুজন করোনায় আক্লান্ত হয়েছেন। এদের মধ্যে করোনায় আক্লান্ত  চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকি দুজনের মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা আবু সফি মাহমুদ  জানান, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক গত ৭ এপ্রিল প্রথম  করোনায় আক্লান্ত হন। এরপর রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই অন্য জন্য কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের এক বাসিন্দা করোনায় আক্লান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৮ এপ্রিল বড়ভিটা ইউনিয়নের এক ব্যাক্তি করোনায় আক্লান্ত হয়ে মারা যান। তিনি আরো জানান, বড়ভিটা ইউনিয়নের করোনা আক্লান্ত ব্যাক্তি প্রথমে পেটের ব্যাথা নিয়ে রংপুর মেডিকেল কলেজের সাজার্রী বিভাগে ভর্তি ছিল। ওই ব্যাক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই তিনি মারা যান। তিনি আরো বলেন, নতুন আক্লান্ত দুজনের সংস্পর্শে যারা এসেছিল তাদের খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে