মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের হালকাপাড়ায় জমি সংক্রান্ত ঘটনার জের ধরে একটি পরিবার চার দিন ধরে অবরুদ্ধ জীবনযাপন করছে। বাড়ি থেকে বের হলেই তাদের মেরে ফেলা হবে। ভীত সন্তষ্ট পরিবারটির ০৮ সদস্যরা প্রতিপক্ষের ভয়ে খেয়ে না খেয়ে বাড়ির মধ্যে জিম্মি অবস্থায় রয়েছে। অবরুদ্ধ দশা থেকে মুক্ত হতে পরিবারের এক সদস্য গোপনে পালিয়ে এসে পুলিশ নিয়ে গেলে পুলিশের সামনে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সরে জমিনে গিয়ে দেখা যায় মাহাতাব উদ্দিনের ছেলে নুহ ইসলামের আধাপাকা বাড়ির গেট ভীতর থেকে বন্ধ। সাংবাদিক পরিচয় দিয়ে পরিবারের লোকজনকে ডাকলে তারা জানালা খুলে প্রথমে বলেন আপনারা সাংবাদিক আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন ? বাড়ি থেকে বের হলেই আরমান গংরা আমাদের পিটিয়ে মারবে। এ ধরনের কথা হওয়ার সময় নুহ ইসলামের ভাগিনা বাড়ী থেকে সাংবাদিকদের কাছে আসতে থাকলে আরমান পক্ষের পঁাচ থেকে সাত জন ব্যক্তি লাঠি সোটা হাতে নিয়ে ধর ধর বলে চিৎকার দিয়ে ধাওয়া করে। নুহ ইসলাম জানায় থানায় অভিযোগ দিয়েছি কিন্তু কোন নিরাপত্তা পাচ্ছি না। পরিবারের সদস্য চরম নিরাপত্তাহীনতায় আছে। প্রতিপক্ষ প্রধান আরমান গ্রুপের সাথে কথা বললে তাদের ১০ থেকে ১২ জন পুরুষ-মহিলা সমস্বরে বলে বুধবার পুলিশের সামনে আমাদের লোকজনকে নুহরা পিটিয়েছে আমরা তাদের শাস্তি দেওয়ার পর শান্ত হব। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডলের সঙ্গে কথা বললে তিনি জানায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে