কাওছার হামিদ,নিজস্ব প্রতিবেদক,কিশোরগঞ্জ(নীলফামারী)॥ নীলফামারী কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৩টি পরিবারের ২টি টিনের ঘর ১টি রান্না ঘর এবং ঘরে থাকা তামাক, নগদ ৭৫,০০০(পঁচাত্তর) হাজার টাকাসহ আগুনে পুরে ছাই হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল/২০২০ বুধবার দুপুর আনুমানিক ১২.৩০ মিনিটে, গাড়াগ্রাম ইউনিয়নে পুরাতন জুম্মা পাড়া গ্রামে।

এলাকাবাসী জানায় ওই বাড়ী থেকে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে তা অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখায় ৩ টি পরিবারের ২টি টিনের ঘর ১টি রান্না ঘর এবং ঘরে থাকা তামাক, নগদ ৭৫,০০০(পঁচাত্তর) হাজার টাকাসহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো মৃত খলেদ উদ্দিনের ছেলে আবু হানিফ, মৃত বাউড়া মামুদের স্ত্রী চিনতা বেগম, জব্বর আলীর ছেলে শামসুল হক ।

এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন মাস্টার রেদওয়ানুজ্জামান জানান ৩টি পরিবারের ২টি টিনের ঘর ১টি রান্না ঘর পুড়ে গেছে এতে আনুমানিক ক্ষতির পরিমান ৬০,০০০(ষাট হাজার) টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে