ডেস্ক রিপোর্টঃ রাজধানীর গণপরিবহনে সিটিং সার্ভিস আজ থেকে ‘বন্ধ’ হওয়ার কথা থাকলেও তা কার্যকর হয়নি। তবে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে আজ নয় কাল থেকে বন্ধ হচ্ছে সিটিং সার্ভিস।

সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ বিকেলে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে তাদের মিটিং হবে এবং আগামীকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ ছাড়া সংশ্লিষ্টরা জানান, গতকাল পহেলা বৈশাখ ও সরকারি ছুটি থাকায় কর্তৃপক্ষ অভিযান চালাতে পারেনি এ কারণে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্তটি কার্যকর হয়নি।

এই পরিস্থিতিতে পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক ডেকেছে সড়ক পরিবহন সংস্থা বিআরটিএ। আজ বিকাল তিনটায় এই বৈঠক হবে।

পি/এন

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে