ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি ২০ খেলতে আগামীকাল বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকাল ৫টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণের কথা রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

শনিবার ঢাকায় পৌঁছে দু’দিন বিশ্রাম শেষে ১৮-১৯ ফেব্রুয়ারি একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচ শেষে ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল।

টেস্ট ম্যাচ শেষে শুরু হবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে। ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে শেষে ৯ ও ১১ মার্চ মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হবে দুটি টি ২০। সিরিজ শেষে ১২ মার্চ দেশে ফিরবে জিম্বাবুয়ে। এদিকে সিরিজটি সামনে রেখে শিগগিরই বাংলাদেশ দল ঘোষণা করবে বিসিবি।

J/T/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে