সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার: কাজীপুরের সোনামূখী ইউনিয়নের সোনামূখী বাজারের পঞ্চিম পার্শ্বে শেরপুর -কাজীপুর আন্ত সড়ক সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাটি ভরাটের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

ইসামতি নদীতীর ঘেসে অত্যান্ত মনোরম পরিবেশে স্টেডিয়ামটির মাটি ভরাটের কার্যক্রম গত ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন স্বাস্থ মন্ত্রী মোঃ নাসিম।কাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহআলম মোল্লা জানান কাবিটা বিশেষ প্রকল্পের আওতায় ১৫০ মিটার লম্বা ও ১৩৫ মিটার চওড়া ও ১৪ ফিট উচ শেখ রাসেল মিনি স্টেডিয়ামটির মাটি ভরাটের জন্য ৫০ লক্ষ টাকা ব্যায় বরাদ্দ ধরা হয়েছে। প্রকল্পটির পি আই সি স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সরকার স্টেডিয়ামটির মাটি ভরাটের কাজ ইতি মধ্যে ৭৫ শতাংশ শেষ হয়েছে বলে দাবি করেছেন। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি নির্মান হলে কাজীপুর সহ অত্র এলাকায় ক্রিড়াঙ্গনে ব্যপক উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে