10856638523_561ee54f3d_b

হায় বাংলা

……………রাহুল রাজ

ও বাংলার বাতাস উ‌ড়‌ে এই বাংলায় আসে‌
এই বাংলার গা‌নের সুর ও বাংলায় ভা‌সে।
মুক্ত পা‌খি ইচ্ছা মত দুই ব‌াংলায় যায়
মানুষ গুল‌োর পারাপা‌রে, শেকল বাঁধ‌া পায়।
কাটা তা‌রে ভাগ হ‌য়ে‌ছে দুই বাংলার বুক
ভাগ হ‌য়ে‌ছে হা‌সি কান্না দুঃখ ভরা মুখ।
ভাগ হয়‌নি মুখের ভাষা ভাগ হয়‌নি মায়া
এই বাংলায় দেখা যায় ঐ বাংলার ছায়া।
তবু
মা‌ঝের কাটা তা‌রে হল দুই বাংলার ভাগ
মা আজ দুই টুক‌রো স‌ত্যি ভিষণ আবাক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে