কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: টানা বর্ষণের ফলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভেঙ্গে গেছে হুমকীর মুখে পড়েছে দুই প্রতিষ্ঠান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ের সামনের মাঠটি নিচু হওয়ার ফলে পাকা রাস্তার পানি প্রবেশ করে বুল্লাই নদীতে গিয়ে পড়ছে, ফলে বিদ্যালয়ের মাঠটি ভেঙ্গে গিয়ে নদীগর্ভে বিলিন হচ্ছে। মাঠটিতে মাটি ভরাট করে উচু সহ গার্ডওয়াল দেয়া জরুরী হয়ে পড়েছে। তা না হলে যে কোন মুহুর্তে মাটসহ বিদ্যালয় দুটি নদীগর্ভে বিলিন হয়ে যেতে পারে।

শুধু মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, মাগুড়া উচ্চ বিদ্যালয়ের নতুন বিল্ডিংটিও হুমকীর মুখে রয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন নাহার জানান মাঠটি ভাঙ্গনের ব্যাপারে এমপি মহোদয়,উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আমার কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যাইনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে