ডেস্ক রিপোর্টঃ  সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নতুন করে আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আমিরাতে মোট সাতজন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শনাক্ত হলেন।

জানা গেছে, নতুনভাবে শনাক্ত হওয়া দু’জনের মধ্যে একজন চীনের উহান শহরের বাসিন্দা এবং অন্যজন ফিলিপাইনের। নিয়মানুসারে আমিরাতে যাওয়ার পর রুটিনমাফিক স্বাস্থ্য পরীক্ষা করলে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

এর আগে গত মাসে চীনের উহান শহর থেকে চার সদস্যের একটি পরিবার আমিরাতে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর তাদের স্বাস্থ্য পরীক্ষার পর করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি জানা যায়। পঞ্চম যে ব্যক্তি শনাক্ত হয়েছেন, তিনিও চীনের নাগরিক।

এদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ৭২২ জনের মৃত্যু এবং ৩৪ হাজার পাঁচশ ৪৬ জন আক্রান্ত হয়েছেন।

K/K/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে