দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও এক হাজার ১৮২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
একই সময়ে এক হাজার ৪৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এতে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই মহামারীতে মৃতের মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৩২৫ জনে দাঁড়িয়েছে।’
এতে আরও বলা হয়, একই সময়ে আরও এক হাজার ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন।
গত ২৪ ঘন্টায় সারাদেশে সরকার অনুমোদিত ১০৯ টি ল্যাবরোটরিতে মোট ৯ হাজার ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
একই সময়ে মোট নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১২ দশমিক ৩৭ শতাংশ এবং মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের সংখ্যা ১৮ দশমিক ৫৭ শতাংশ বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে, কোভিড-১৯ শনাক্ত মোট রোগীদের মধ্যে ৭৬ দশমিক ২০ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং এক দশমিক ৪৫ শতাংশ রোগী মারা গেছেন।

BSSN

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে