আতিয়া মহল নামের বাড়িটিকে ঘিরে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

 

ডেস্ক রিপোর্টঃ সিলেটের ‘আতিয়া মহলে’ রোববার সেনাবাহিনী অভিযান চালিয়ে যাবার কথা জানালেও, রাতে গোলাগুলির শব্দ তেমন শোনা যায়নি। কিন্তু, সোমবার সকাল থেকে নতুন করে গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে।

বিবিসির সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন, সকাল থেকে বেশ কিছুক্ষণ একটানা গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

এদিকে, অভিযানস্থলের নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। সেখানকার দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া শনিবার সিলেটে বোমা বিস্ফোরণে পুলিশের দুজন কর্মকর্তাসহ ছয়জন নিহত হবার ঘটনায় মোঘলাবাজার থানায় অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বাড়িটির বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে                         বাড়িটির বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে

ঐ ঘটনায় আহতদের মধ্যে ২৮জন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।

 

এর আগে সেনাবাহিনী রোববার বিকেলে জানিয়েছে, সিলেট শহরের ‘আতিয়া মহল’ ঘিরে তাদের সম্মিলিত অভিযানে দুজন জঙ্গি নিহত হয়েছে।

দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ওই বাড়িটিতে আরো জঙ্গি থাকতে পারে বলে কর্মকর্তারা ধারণা করছেন। সে কারণে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন তারা।

সেনাবাহিনী বলছে, পাঁচতলা বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক বা আইইডি পেতে রাখা হয়েছে।

এ কারণে ধীরগতিতে অভিযান চালাতে হচ্ছে।

এর আগে বাড়িটির ভেতর আটকা পড়া ৭৮ জন বাসিন্দাকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

 

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে