trein tecket

বিডি নীয়ালা নিউজ(২৫ই জুন ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃরাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ শনিবার ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। এদিন ৪ জুলাইয়ের টিকেট বিক্রি হওয়ার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন ‘সোনার বাংলা’ উদ্বোধনের কারণে আজকের টিকিট পাওয়া যাবে আগামীকাল রোববার। গত বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, “২৫ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সোনার বাংলা ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে ওইদিন টিকেট বিক্রি বন্ধ থাকবে। ফলে টিকেট বিক্রি একদিন করে পিছিয়ে যাবে।” অর্থাৎ ২৬ জুন পাওয়া যাবে ৪ জুলাইয়ের টিকেট, পরদিন ২৭ জুন মিলবে ৫ জুলাইয়ের ট্রেনের টিকেট।

আগের ঘোষণা অনুযায়ী, ঈদের আগে ২৬ জুন পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রির কথা ছিল। এখন তা একদিন পিছিয়ে ২৭ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে।

রেল কর্মকর্তারা জানান, এবার ঈদ উপলক্ষে ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তাই একদিন পেছানো হলেও টিকিট বিক্রিতে কোনো সমস্যা হবে না।রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ শনিবার ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। এদিন ৪ জুলাইয়ের টিকেট বিক্রি হওয়ার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন ‘সোনার বাংলা’ উদ্বোধনের কারণে আজকের টিকিট পাওয়া যাবে আগামীকাল রোববার। গত বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, “২৫ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সোনার বাংলা ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে ওইদিন টিকেট বিক্রি বন্ধ থাকবে। ফলে টিকেট বিক্রি একদিন করে পিছিয়ে যাবে।” অর্থাৎ ২৬ জুন পাওয়া যাবে ৪ জুলাইয়ের টিকেট, পরদিন ২৭ জুন মিলবে ৫ জুলাইয়ের ট্রেনের টিকেট।

আগের ঘোষণা অনুযায়ী, ঈদের আগে ২৬ জুন পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রির কথা ছিল। এখন তা একদিন পিছিয়ে ২৭ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে।

রেল কর্মকর্তারা জানান, এবার ঈদ উপলক্ষে ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তাই একদিন পেছানো হলেও টিকিট বিক্রিতে কোনো সমস্যা হবে না।

 

 

bd/live

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে