মানসী

……………….রোজী খান

কখনো আমি আকাশ ছুঁইনি তবু এর বিস্তীর্ণতা আমাকে মোহিত করেছে,
অথচ তোমায় স্পর্শ করেছি পরম মমতায় প্রত্যর্পণে আঁখিতে কান্নার ঝাঁপি সঁপে দিলে ,
বেদনার আঘাতে আঘাতেই যেন হৃদয় ভরা সুখ ,
কিছু গল্প অপ্রকাশিত থাকবে নির্বাসনে অতি যত্নে জোনাকির মতো ,
দেয়ালে কিছু পলিশ ঢেকে যাবে তবু কিছু উপেক্ষা ফ্রেমে বাঁধানো রবে ,
আমি রয়ে যাব বকুলের সুবাসে- নির্ঘুম নিরালায়,
তবুও পারবেনা আমাকে ভুলতে ।
গহীনে রেখে এসেছি মায়া চোখে রেখে এসেছি ছায়া শূন্য নীড়ে জ্বেলে এসেছি স্বপ্নপ্রদীপ
ভুলে যাবে বলে যতই ভান করো উদাত্ত গলায় যতই চিৎকার করো তবু পারবেনা আমাকে ভুলতে।
একদিন হয়তো থাকবো না চলে যাবো দূর অজানায়
ভেজা গাঙচিল হয়ে মহাকালের পানে থাকবেনা আমার কোন সত্তা মিশে যাবে মৃত্তিকার সাথে তবু রয়ে যাবো তোমার না থাকা জুড়ে,
আষাঢ়ের ঝুম বৃষ্টিতে মাঝ রাতে যদি ঘুম ভেঙে যায় তাহলে দেখতে পাবে ভেজা কোন পরিচিত মুখ
গোধূলি লগ্নে দেখতে পাবে রাঙা আবরণে ঢাকা প্রিয় কোন অবয়ব রাতের আকাশে নক্ষত্রের মাঝে দেখতে পাবে আমারই চন্দ্রিকা ,
মনটা উদাস হয়ে উঠবে ভিতরটা হাহাকার করবে মনে হবে কি যেন নেই তোমার,
মনের আঙিনায় জমানো ব্যথা রেখে ভুলতে চেষ্টা করবে তবুও পারবেনা আমাকে ভুলতে।
রয়ে যাব হৃদয়ের গহীনেই,
তারপর -মূহূর্তেরা ভেসে যাবে কালের নিয়মে,
দিন গড়িয়ে মাস ,মাস গড়িয়ে বছর ,
বছর গড়িয়ে যুগ পেরিয়ে যাবে , সময়ের স্রোতে বদলে যাবে সবই বিলুপ্ত হয়ে যাবে জীবনের যত সুর,
হয়তো বয়সের ভারে নুঁয়ে পড়বে প্রয়োজন ফুরিয়ে যাবে তোমার আপনালয়ে,
দিকভ্রান্ত হয়ে ছোটাছুটি করবে ভুলে যাবে নাওয়া খাওয়া- প্রয়োজনীয় ওষুধ খাওয়া,
ভুলে যাবে হয়তো চোখে ঔষধ দেওয়ার কথাও,
মনে রাখতে পারবেনা চশমা কোথায় রেখেছো ,
তবুও পারবেনা আমাকে ভুলতে।
শূন্য দিগন্তে ধূসর চোখে তাকিয়ে থাকবে,
স্মৃতিরা ভীড় করবে একাকী হৃদয়ের মাঝে,
টেনে আনবে কিছু কিছু প্রিয় মুখ অনেকের ভিড়ে জল টলমল চোখে মনে পড়বে হয়তো আমাকেও ,
স্মৃতির ক্যানভাসে জমে থাকা দিনগুলি একের পর এক ভেসে উঠবে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে
দূর আকাশে আঁধারে ঢেকে যাবে পৃথিবী তবুও পারবেনা আমাকে ভুলতে।
মনে পড়বে- এমন এক মানসী এসেছিল তোমার জীবনে যে তোমাকে বোকার মত ভীষণ ভালোবাসতো ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে