আমরা হারবো না

………………..আবুল কালাম আজাদ

যুদ্ধ জয় করে জন্ম নিয়ে ,
পৃথিবীতে আসিনিতো হারতে !
নীলিমার নীল বুকে আমরা,
উত্তাল সাগরের সফেদ জলে,
অথবা অতলের তলাতে—
সীমাহীন সমরে ক্ষুদ্ধ প্রকৃতি
পদানত করেছি চিরদিন !
পদানত করেছি বিশাল পাহাড়,
চুড়াতে এঁকেছি পদচিহ্ন,
মেরুতে মেরুতে করে বিচরণ
বিজয়ের বারতা দেই ছড়িয়ে,
স্বাক্ষী সুবিশাল বন আমাজন !
থাকবো না এখানে চিরকাল ,
কালের স্বাক্ষী তবু আমরাই—
হারতে শিখিনি কোনো রুদ্র ঝড়ে !
ঝড়ের গতিবেগ পাল্টে দিয়ে চলি সামনে,
প্রকৃতি কখনো থাকে শান্ত
অথবা কখনো বড় বেসামাল,
মাথা তুলে বলে চলি ভয় নেই !
শহরে নগরে আর সবুজ মাঠে
জীবনের জয়গান গেয়েছি,
তপ্ত মরু বা ঝর্ণাধারার জলে
স্বপ্নের স্বাদ পাই এখনো !
পৃথিবীতে হারতে আসিনিতো,
আমাদের সংগ্রাম চলছে, চলবে !
লাশের পরে লাশ দেখার পরেও
বিজয় পতাকা করি উড্ডীন ।
চিরদিন বাঁচেনাতো কোনো প্রাণ,
আমাদেরও এমনটি আশা নেই ,
তবুও হারবো না কখনো প্রত্যয়ে
আশায় আশায় থাকি দীপ্ত ।
সোনালী ভোরের আলো,
ক্লান্ত বিকেল,
হাস্নাহেনার সুবাসে ভরা প্রিয় সন্ধ্যা,
প্রিয়জন পরশে উন্মুখ মন ,
হার মানা ভীরুতা দূরে দেয় তাড়িয়ে নিত্য !
আমরা হারতে আসিনি কোনো দুর্যোগে,
রাত জাগা পাখি আর জোছনার ফুলে
আশার স্বপন জমে হৃদয়ে !
দুর্যোগ মহামারী পরাজিত হয়,
চন্দ্রকলার কোনো প্রভাব মানিনা প্রলয়ে !
থাকবো না চিরদিন যদিও এখানে—
পরাজয় মানবো না কখনো।
কুয়াশার বুক চিরে ছুটে চলা ট্রেন,
অথবা আকাশ ভরা তারার মেলা,
স্বপ্ন আশা বুকে শ্রমিকের দল,
দুইদিকে সোনালি ফসলের ক্ষেত,
রাত জাগা পাখি আর ভোরের বাতাস,
সত্যিই কী ভীষণ মনোরম !
বারবার না পাওয়ায় দগ্ধ হলেও
স্নিগ্ধ প্রকৃতি জানি নয় নির্মম !
পৃথিবী ছেড়ে যাবো সত্য,
হার মানা হারে বা
পরাজয় পঙ্কিল পথে নয়।
পৃথিবী ঘুমিয়ে যাবে একদিন,
চিরতরে ঘুমাবো সকলেই ।
শেষ ঘুম ঘুমাবো না হেরেই পরাজয় মানবো না কখনো।
পৃথিবীতে এসেছি বিজয়ী হয়ে,
আসিনি তো এখানে হারতে ।
হাসি-কান্না আর আনন্দ-বেদনায়
সুখ-দুঃখে প্রভাতে, শুভসন্ধ্যায়
ভালোবাসি পৃথিবীর সবগুলো কোণ ।
চিরকাল এখানে থাকবো না,
এবং কখনো হারবো না ।
প্রভু যদি চায় তো এ কথাই সত্য,
আমরা কখনোই হারবো না !

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে