এশিয়া প্যাসিফিক অঞ্চলের সম্মেলনে চার দফা প্রস্তাব উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (৬ জুন) ব্যাংককে এই সম্মেলন হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে কার্যকর ও রূপান্তরিত শিক্ষানীতি প্রণয়নের কথা বলেন দীপু মনি। এছাড়া শিক্ষার ব্যয় বহনে সামাজিক এবং উন্নয়ন অংশীদারদের কার্যকর সহায়তা কৌশল নির্ধারণ, পাশাপাশি প্রাক-প্রাথমিক শিক্ষার বিস্তার, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এবং ডিজিটাল শিক্ষা সহজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

সম্মেলনে মন্ত্রী পর্যায়ের প্ল্যানারি সেশন ও বিষয়ভিত্তিক রাউন্ড টেবিলে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

jagonews24

এছাড়া শিক্ষামন্ত্রী ইউনেস্কোর শিক্ষাবিষয়ক সহকারী মহাপরিচালক এবং ইউনেস্কো নির্বাহী পরিষদের সভাপতির সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশগত এবং জোরপূর্বক বাস্তুচ্যুত শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিতে মত প্রকাশ করেন।

সভায় শিক্ষামন্ত্রীর পাশাপাশি ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহাসহ শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

মন্ত্রী পর্যায়ের এ সভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৩টি দেশের শিক্ষামন্ত্রীরা অংশগ্রহণ করেন।

Jag/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে