ledy sargent
বিডি নীয়ালা নিউজ(৯ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ নারী ক্ষমতায়তনের আরেক ধাপে উন্নীত হচ্ছে বাংলাদেশের মেয়েরা। এবার পুরুষদের পাশাপাশি স্কুটি নিয়ে রাস্তায় অতন্দ্র প্রহরীর দায়িত্বে থাকবেন তারাও।
জানা গেছে, লেডি সার্জেন্টদের দেয়া হচ্ছে একটি স্বনামধন্য ব্র্যান্ডের ১০০ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন স্কুটি। রাজধানীতে দায়িত্বরত রয়েছেন ২২ লেডি সার্জেন্ট। যারা গত সাতদিন থেকে স্কুটি চালনা শিখছেন। এ ক’দিন পুলিশ লাইনের ভেতরেই প্রশিক্ষণ নিলেও আজ সোমবার তারা রাজপথে নেমে এসেছেন।
তাদের প্রশিক্ষণ দিচ্ছেন পুলিশের মোটরযান ওয়ার্কশপের মেকানিক মোহাম্মদ শামীম। তিনি বলেন, কদিনেই বেশ অগ্রগতি হয়েছে। দু-তিন দিনের মধ্যেই শেখা শেষ হয়ে যাবে।
 বগুড়ার মেয়ে সার্জেন্ট রাবেয়া আক্তার স্কুটি পাচ্ছেন বলে খুব উচ্ছসিত। তিনি বলেন, মোটরসাইকেল না হলে এ পেশায় কাজ করা খুব কষ্টের। বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোতে দায়িত্বরতদের স্কুটি দিচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরও দেবে। এতে কাজ করা অনেক সহজ হবে।
ittefaq

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে