ক্রুজ মিসাইলের পরীক্ষা চালানোর দুই দিনের মধ্যেই এবার নর্থ সিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণান্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

এদিকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে আপত্তিকর আখ্যা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, এটি এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

এর আগে গেল সোমবার (১৩ সেপ্টেম্বর) দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিলো উত্তর কোরিয়া। পরীক্ষা চালানো এসব মিসাইল ১৫শ’ কিলোমিটার (৯৩০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম।

RtV/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে