gavi

বিডি নীয়ালা নিউজ(১৫ই এপ্রিল১৬)-কৃষি ও প্রযুক্তি প্রতিবেদনঃ  প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে গবেষকরা। টেস্টটিউব বেবির আদলে এবার বছরে একটি গরুর থেকেই পাওয়া যাবে নূন্যতম ২০ থেকে ২৫টি বাছুর। গরুর মাংস আর দুধের ঘাটতি পূরণে সম্ভাবনার শুভবার্তা দিয়েছেন সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (বিএলআরআই) গবেষকরা।
দেশে প্রথমবারের মতো একটি গাভি থেকে একযোগে দু’টি বাচ্চা উৎপাদনে সফলতা দেখিয়েছেন ওই প্রতিষ্ঠানের গবেষকরা। বায়োটেকনোলজি বিভাগের গবেষক ডক্টর গৌতম কুমার দেবের নেতৃত্বে একদল গবেষক ‘ইনভারট্রো অ্যামব্রায়ো প্রোডাকশন’ বা আইভিপি প্রযুক্তির মাধ্যমে ৪ বছরের টানা গবেষণার ফলে ওই সাফল্য অর্জন করে।
গত শনিবার রাতে টেস্টটিউবের মাধ্যমে একটি গাভী থেকে জন্ম নেয় দু’টি বকনা বাছুর। বর্তমানে গাভী ও যমজ বাছুর সুস্থ রয়েছে।
গবেষকরা বলছেন, এই উদ্ভাবনের মধ্য দিয়ে দেশের প্রাণী সম্পদ খাতে সূচনা হতে চলেছে নতুন দিগন্তের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে