m m muzagid

বিডি নীয়ালা নিউজ(৭ই  আগস্ট ২০১৬ইং)এম এম মুজাহিদ উদ্দীন, ঢাকা দক্ষিন প্রতিনিধি: বকুল ফুল বকুল ফুল,গাড়ি চলেনা চলেনা চলেনা রে,কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই,স্বপ্নে যাবে বাড়ি আমার,এই পথ যদি না শেষ হয় সহ বিভিন্ন ধরনের গান একের পর এক গেয়ে যাচ্ছিল গণযোগাযোগ ও সাংবাদিকতার প্রথম বর্ষের ছাত্র অভি নিশান।তার সাথে ঠোঁট মেলাচ্ছিল ফাহিম,আলামিন,শোভন,নোমান,শাহরিয়ার,রনি,মৌ,ঊর্মী ও তামান্নারা।এভাবেই আড্ডা আর গানে মেতে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
একাডেমিক শিক্ষাই বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষা নয়।বিশ্ববিদ্যালয়ের আড্ডার মাধ্যমে উঠে আসে গঠনমূলক, সৃজনশীল কথাবার্তা, রাজনীতি,অর্থনীতি,প্রেম ভালোবাসা প্রভৃতি। তাই প্রতিদিন জম্পেশ আড্ডার হাট বসে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বর,ভাস্কর্য চত্ত্বর,শান্ত চত্ত্বর,অসহায় চত্ত্বর,কাঁঠালতলা,ক্যাফেটেরিয়া, লাইব্রেরী,প্রধান ফটকের চায়ের দোকানগুলোতে।এই আড্ডার মাধ্যমেই বিভিন্ন বিষয়ের পাস্পরিক আলোচনায় শিক্ষার্থীদের বন্ধুত্ব গাঢ় হয়।আড্ডায় থাকে স্বপ্ন দেখা,থাকে ভবিষ্যতের ছবি আঁকা।আড্ডার মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়ে।বন্ধুদের প্রাণের আড্ডা ছাড়া ক্যাম্পাস জীবন অচল।আড্ডায় জেগে থাকে ক্যাম্পাস,জেগে থাকে তারুণ্য।বেঁচে থাকে বন্ধুত্ব।
বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারা জীবনের সবচেয়ে মজার এবং ভালো লাগার সময়।একবার আড্ডায় বসলে ঘুম খাওয়া-দাওয়া এমনকি কাজ ফাঁকি দিতে ও খারাপ লাগেনা।সহজ সরল ভাষায় বলা যায় আড্ডার সময় কোনো কাজের কথা মনেই থাকেনা।এভাবেই বলছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র আশিকুজ্জামান আশিক।মাস্তি হচ্ছে নুরুজ্জামান,তোফায়েল,জসিম,ওলিউল্লাহ,নানক,জাহানারা ও তনিমাদের।তনিমা বলছিলেন-ক্যাম্পাস বন্ধ থাকলে মনটাকে মনে হয় মহামারীতে শূণ্য হয়ে যাওয়া কোনো প্রান্তর।তাই ক্যাম্পাস খোলা থাকলেই ক্লাসের ফাঁকে ফাঁকে চলে শান্ত চত্ত্বর,অসহায় চত্ত্বর আর অবকাশ ভবনে আড্ডা।বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।

m m muzagid2
এভাবে হাসি,গান আর আড্ডায় মেতে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।বন্ধুদের কেউই চাইনা আড্ডার পথ শেষ হোক।কিন্তু সময় তো আর থেমে থাকেনা।সময়ের পরিক্রমায় এসব শিক্ষার্থীরা ও ক্যাম্পাসের এই আড্ডা ছেড়ে চলে যাবে কর্মজীবনে।থেকে যাবে বিশ্ববিদ্যালয় জীবনের এসব স্মৃতিগুলো স্মৃতির আকাশে।তাই হয়তো মনের অজান্তেই শিক্ষার্থীরা গেয়ে ওঠে- “এই পথ যদি না শেষ হয়………!


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে