সাব্বির হোসাইন, চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল আগামী মাসের শেষ সপ্তাহে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তারিখ নির্ধারণের শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া পরীক্ষা চলে প্রায় দেড় মাস।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামী ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ হতে পারে। এ জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। খাতা দেখাও শেষ পর্যায়ে। অনুমতি পেলেই ফল প্রকাশ করা হবে।এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে শুরু থেকেই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেন প্রথমদিনের পরীক্ষায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্য বোর্ডগুলোর পরীক্ষা স্থগিত করা হয়। ১০ দিন পর ২৭ আগস্ট থেকে বাকি বোর্ডগুলোর পরীক্ষা শুরু হয়। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে