রাজধানীর উত্তরা তৃতীয় পর্বের ১৫নম্বর সেক্টরের এভিনিউ সড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা অপসারণে রাজউক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। উপস্থিত ছিলেন উত্তরা ৩/২ জোনের অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম।

আদালত পরিচালনার সময় এভিনিউ রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তাজিনা সারোয়ার বলেন, উত্তরা তৃতীয় পর্বের ১৫ নম্বর সেক্টর রাজউকের একটি পরিকল্পিত এলাকা। এই এলাকায় রাজউক বরাদ্দকরা  বিভিন্ন আবাসিক প্লটে বিভিন্ন লোকজন অবৈধভাবে দখল করে রেখেছিল। এতে করে আবাসিক এলাকার যে উদ্দেশ্যে এবং একই সাথে বসবাসের পরিবেশ ব্যাহত হচ্ছে। আমরা এইসব প্লটের অবৈধ স্থাপনা অপসারণ করছি এবং সাথে সাথে এইসব অবৈধ স্থাপনা নির্মাণকারীদের অন্য জায়গায় চলে যাওয়ার পরামর্শ দিচ্ছি।

এই ভ্রাম্যমান আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলতে থাকবে।

ittefaq

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে