রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরে একটি নালা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটি ছেলে।
বাজারের প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোমবার দিবাগত রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ২৮ নম্বর বাসার সামনের রাস্তার নালার পাশ থেকে নবজাতককে উদ্ধার করা হয়। তাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সহযোগিতায় নিয়োজিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম খান, উত্তরা ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি ওয়েলফেয়ার সোসাইটির নেতা-কর্মী ও সিকিউরিটি গার্ড, ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ভূঁইয়াসহ অন্যরা। কে বা কারা নবজাতককে রাস্তায় ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।

উত্তরা ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি ওয়েলফেয়ার সোসাইটির সিকিউরিটির সহকারী কমান্ডার গার্ড হারুন অর রশিদ বলেন, বাচ্চাটিকে বাজার করার ১০ টাকা দামের প্লাস্টিকের ব্যাগের ভেতরে করে নালায় ফেলা হয়েছিল। পরে দুটি ছেলে প্রস্রাব করতে এসে বাচ্চাটি দেখতে পায়। পরে সেখান থেকে রাস্তায় নিয়ে এসে আমাদের খবর দেয়। বাচ্চাটি তখন মুমূর্ষু অবস্থায় ছিল। তারপর স্যারদের সহায়তায় আমরা হাসপাতালে নিয়ে যাই।

যুবলীগের নেতা সেলিম খান বলেন, আমার নিজের তরফ থেকেই বাচ্চাটির চিকিৎসার ব্যবস্থা করব। আল্লাহ যদি বাচ্চাটিকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমিই লালন-পালন করব।

এদিকে লুবানা জেনারেল হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. বিপ্লব কুমার বসাক বলেন, বাচ্চাটা আমরা ক্রিটিক্যাল অবস্থায় পেয়েছি। বিভিন্ন জায়গায় মাল্টিপল ইনজুরি ছিল। এখন কিছুটা কন্ট্রোলে এসেছে। সবার সহযোগিতায় এখন স্যালাইনটা শুরু করতে পেরেছি। বাচ্চাটির অনেক রক্তক্ষরণ হয়েছে, যার কারণে ২৪ ঘণ্টা না হলে কিছুই বলা যাবে না। এখনো শক অবস্থায় আছে।

তিনি আরো বলেন, নবজাতকের গালে, হাতে, পেটে, অণ্ডকোষে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতককে ছুড়ে ফেলার কারণে আঘাত পেয়েছে।

পুলিশ জানায়, পাবলিকের ফোনের মাধ্যমে লুবানা জেনারেল হাসপাতালে এসে জানতে পারি এক নবজাতক শিশুকে কে বা কারা ফেলে গিয়েছিল। পরে পথচারীরা কান্নার শব্দ শুনে লুবানা হাসপাতালে নিয়ে আসে। যে বা যারাই শিশুটিকে ফেলে যাক না কেন, তাদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে