মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : ফজলুল সেলিম টেলিভিশন নাটকের তরুণ নির্মাতা। ব্যতিক্রমধর্মী গল্প আর নির্মাণে মুন্সিয়ানা দেখিয়ে তৈরি করেছেন নিজস্ব একটা পরিচিতি। সারা বছরই নাটক, টেলিফিল্ম নির্মাণের কাজ নিয়ে কাটে তার সময়।

এদিকে ঈদে আসছে ফজলুল সেলিমের পরিচালনায় একটি নাটক এবং রচনায় আরেকটি ধারাবাহিক নাটক, পাশাপাশি একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন এই তরুণ নির্মাতা।
বর্তমানে করোনা ভাইরাসের জন্য বন্ধ হয়ে আছে নাটকের শুটিং। শুটিং বন্ধ থাকার কারণে এবারের ঈদের জন্য বলা চলে কোনো নাটকেরই শুটিং করতে পারেননি নির্মাতারা। ঈদে যা প্রচার হবে তা প্রায় সবই করোনা আসার আগেই নির্মিত। তেমনি দুইটি নাটক নিয়ে দর্শকের সামনে আসছেন নির্মাতা।

এ প্রসঙ্গে ফজলুর সেলিম বলেন, ঈদে আমার পরিচালনায় ‘৪ কপি ১০০’ নাটকটি আরটিভি’তে প্রচার হবে ৫ম দিন রাত ১১:৩৫ মিনিট এবং আমার রচনায় ও সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘আনন্দ ভ্রমণ’ প্রচার হবে এটিএন বাংলায় প্রতিদিন রাত ৮:৪০ মিনিট।
পরিচালক আরো জানায়, নির্মিত বিজ্ঞাপনটি ঈদের মধ্যে অনলাইনে প্রচারিত হবে। এক কথায় বলা যায়, সবকিছুতেই ভিন্ন স্বাদ ও বিনোদন পাবে দর্শক ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে