ডেস্ক রিপোর্টঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার সরকার জঙ্গি-সন্ত্রাস মোকাবেলা করেছেন বলে আজ আর ঈদগাহে জঙ্গি হামলা হয় না।
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের হযরত সোলাইমান শাহ (রাঃ)’র মাজার শরীফ সংলগ্ন মসজিদের ঈদগাহে নামাজ আদায় শেষে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ আজ শান্তিতে রয়েছে। কোন অবস্থাতেই আর এদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা জাসদের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ নামাজ আদায় করেন।
বিপুল উৎসাহ উদ্দীপনায় কুষ্টিয়ায় ১৩০টি ঈদ গাহে ঈদুল আজহার নামাজ অনুষ্টিত হয়েছে। সকাল ৮টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের ঈদের প্রথম নামাজ অনুষ্টিত হয়। এতে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসকিন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে