ডেস্ক রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইলেকশন হবে নির্ধারিত সময়ে, বর্তমান সরকারের অধীনে। তবে ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার হবে, বর্তমান সরকার যেভাবে চলছে সেভাবে চলবে না। ডে টু ডে কাজ করব আমরা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সরকার নির্বাচন কমিশনের কোনো কাজেই হস্তক্ষেপ করবে না।শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন মন্ত্রী।তোফায়েল বলেন, গত নির্বাচনের আগে পাঁচটা সিটি করপোরেশন নির্বাচনে জিতেছিল বিএনপি। পরে নির্বাচনী সরকারে পাঁচটা মন্ত্রিত্ব নিতে তাদের ডাকার পরও তারা নেয়নি তা। এটা না নেয়াটা তাদের ভুল হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। এ জন্য বেগম খালেদা জিয়াকে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। তিনি যাননি, নির্বাচনও করেননি।তিনি বলেন, আগামী নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা পালন করবে এই সরকার। গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। এবার তারা সেই ভুল করবে না।তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি আদর্শবান রাজনৈতিক দল। নির্বাচনে সব দল কৌশল অবলম্বন করে, কিন্তু আদর্শ বিলীন করে নয়। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দল।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক পুরোনো। তাঁরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। এ জন্য তাঁদের অভিনন্দন জানাই। ডিআরইউ যে সক্ষমতার চেয়েও বড় উদ্যোগ নিয়েছে, এ জন্য অভিনন্দন জানাই। এ সময় তিনি ডিআরইউর বৃত্তি ফান্ডে আর্থিক অনুদানের আশ্বাস দেন।সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, সাংবাদিক ফয়েজ আহমেদ, আবদুল গাফ্ফার চৌধুরী, এনায়েত উল্লাহ খান প্রমুখের সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক মতবিরোধ ছিল; কিন্তু সম্পর্কের ঘাটতি ছিল না। আজকাল সে পরিবেশটা ক্রমশ হ্রাস পাচ্ছে।আয়োজক সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী। বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসীর।উল্লেখ্য, সংগঠনের প্রয়াত সদস্যদের সন্তানদের বৃত্তি দিতে অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এবার ১৭ জন প্রয়াত সদস্যের সন্তানকে বৃত্তি দেয়া হয়। তারা প্রত্যেকে এক বছরের জন্য মাসে ২ হাজার করে ২৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি পায়।

প্রথম/আলো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে