ডেস্ক স্পোর্টসঃ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশের ফুটবল সংস্থা গুলোও। আর তারই জের ধরে মাঠের প্রস্তুতির পাশাপাশি এবার বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি উন্মোচন হলো নয়টি দেশের।

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস এই নয়টি দেশের অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া, জার্মানি, বেলজিয়াম, মেক্সিকো, রাশিয়া, সুইডেন ও জাপান।

এর আগে অ্যাওয়ে জার্সিতে সবসময় নীল রঙা জার্সিতে মাঠে নামতো আর্জেন্টিনা। তবে এবার ইতিহাস ভেঙে প্রথমবারের মতো কালো জার্সিতে দেখা যাবে মেসি-আগুয়েরোদের।

 

 

 

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে