2457_lester (1)

বিডি নীয়ালা নিউজ(৩ই মে১৬)-স্পোর্টস ডেস্কঃ ইতিহাস গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো লেস্টার সিটি।

সোমবার টটেনহাম ও চেলসির মধ্যকার ম্যাচ ২-২ গোলের ব্যবধানে ড্র হওয়ায় এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো তারা।

লেস্টার সিটি ১৩২ বছরের ইতিহাসে এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো। এর ফলে ৩৮ বছর পর নতুন চ্যাম্পিয়ন পেল প্রিমিয়ার লিগ।

লিগের খেলায় মাত্র তিনটিতে হেরেছে লেস্টার সিটি। লেস্টার সঙ্গে শিরোপার দাবিদার ছিল আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তাদের হটিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিল লেস্টার সিটি।

৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট লেস্টারের। চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র করার পর টটেনহ্যামের পয়েন্ট হয় ৭০।

শেষ দুই রাউন্ডে লেস্টার হারলে এবং টটেনহ্যাম জিতলেও দ্বিতীয় স্থানেই থাকতে হবে লন্ডনের ক্লাবটিকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে