asraful

বিডি নীয়ালা নিউজ( ১৩ই আগস্ট ২০১৬ইং )-স্পোর্টস ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। এখন থেকে দেশের ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবেন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক। তবে আগামী দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবেন না তিনি। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) কিংবা অন্য কোন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলতে পারবেন না ম্যাচ ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হওয়া এ ক্রিকেটার।

আসন্ন বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) মাধ্যমেই আশরাফুল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু বিসিএলের ফর্মেটের কারণে জটিলতা সৃষ্টি হয়েছে।

প্রথম শ্রেনীর ঘরোয়া ক্রিকেট হলেও এ টুর্নামেন্টের মালিকানা ও নিয়ন্ত্রণ থাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হাতে। তাই বিসিএলও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে। আশরাফুলের উপর যেহেতু ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট খেলার নিষেধাজ্ঞা এখনো বহাল তাই এ টুর্নামেন্টে তার অংশগ্রহণের বিষয়ে এখনো নিশ্চিত নয়।

বিষয়টি নিশ্চিত হতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দ্বারস্থ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ বিষয়ে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আশরাফুল ইস্যুতে আমরা আইসিসি’র কাছে একটা ইমেইল পাঠিয়েছি। আগামী রোববার নাগাদ একটা উত্তর পাওয়া যাবে। এখনো বেশ কিছু বিষয়ে আমাদের পরিষ্কার হওয়ার আছে। এবার সেগুলোরও সমাধান পাওয়া যাবে।’

ইংল্যান্ডে কেন্টের আন-অফিসিয়াল ক্রিকেট লীগে খেলা আশরাফুলের আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে। তবে আগামী ২০ সেপ্টেম্বর শুরু হওয়া বিসিএলে খেলার ব্যপারে আশাবাদী তিনি।

 

 

 

 

 

 

 

bdlive24

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে