মোঃগোলাম মাওলা, কাঁঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি: আর নয় বাল্যবিবাহ এগিয়ে যাব স্বপ্ন নিয়ে ঝালকাঠি কাঁঠালিয়া উপজেলায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ২২ শে নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা শৌজালিয়া ইউনিয়ানের ওই বিদ্যালয়ে এই সভা করা হয়।

এ সময় শৌজালিয়া ইউনিয়ানের চেয়ারম্যান মোঃ মাহামুদ হোসেন রিপন বলেন, বাল্যবিবাহ হল অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ।আইনত বিয়ের বয়স ১৮ বৎসর, বিশেষত মেয়েদের ক্ষেত্রে। কিন্তু বিশেষ ক্ষেত্রে অভিবাবকের অনুমতি সাপেক্ষে এই বয়সের আগেও বিয়ের অনুমতি দেয়া হয়। যদিও আইন অনুযায়ী বিয়ের বয়স ১৮ বৎসর, তারপরও কিছু কিছু দেশের নিজস্ব প্রথাকেই আইনের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।বাল্যবিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের উপরই প্রভাব পড়ে। তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত নিম্ন আর্থসামাজিক পরিস্থিতির কারণে।বেশিরভাগ বাল্যবিবাহে দুজনের মধ্যে শুধু একজন অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে। বিশেষত মেয়েরাই বাল্যবিবাহের শিকার বেশি হয়। বাল্যবিবাহের কারণগুলোর মধ্যে রয়েছে প্রধানত – দরিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, বাল্যবিবাহ সমর্থনকারী আইন, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার শঙ্কা, নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা।তাই আসুর আমরা বাল্যবিবাহ প্রতিরোদ করি সুন্দর সমাজ গরে তুলি

এসময় আরো উপস্থিত ছিলেন ঐ বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল হক মাসুদ ও বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিএসি শিক্ষক আকিজুল ইসলাম মঞ্জিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে