01

আন্তর্জাতিক রিপোর্টঃ আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। সোমবার সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। রাজধানী কাঠমুন্ডুসহ দেশের পূর্বাঞ্চলীয় বেশ কিছু এলাকায় ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। খবর ইন্ডিয়া টুডের। স্থানীয় সময় ভোর ৫টা পাঁচ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কাঠমন্ডু থেকে ১৫০ কিলোমিটার পূর্বের রামেছাপ সীমান্ত এবং সোলুখুম্বু জেলায় আঘান হানে।

এর আগে নেপালে গত বছর ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে প্রায় ৯ হাজার মানুষ নিহত এবং আরো ২২ হাজার মানুষ আহত হয়। ভয়াবহ ওই ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৪ বা তার বেশি মাত্রার আরো ৪৭৫টি কম্পনে কেঁপে উঠেছে নেপাল। সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে