কাওছার হামিদ, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ(নীলফামারী): নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আহেলা ষ্ট্যান্ডের এগারো পাড়া গ্রামের আনোয়ার গংয়ের মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল মতিনের পরিবার।

ঘনাটি ঘটেছে গত শনিবার সকাল ৭ টায় ২২-০৮-২০২০ ইং তারিখে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আহেলা ষ্ট্যান্ডের এগারো পাড়া গ্রামে।
অভিযোগ সুত্রে জানাযায় দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল মতিনের পৈত্রিক সম্পত্তির উপর বিভিন্ন প্রজাতির গাছ লাগান। পূর্ব শত্রুতার জের ধরে দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল মতিনের সেই বিভিন্ন প্রজাতির গাছগুলো আনোয়ার গংয়ের লোকজন মৃত আইয়ুব আলী পুত্র বিএনপি নেতা একাধিক মামলার দালাল সহিদুল ইসলামের হুকুমে রহিদুল ইসলাম, মৃত আলাউদ্দিনের পুত্র আনোয়ার হোসেন,মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী আলে বেগম, আনোয়ার হোসেনের স্ত্রী তাজমিনা বেগম এই ভূমিদস্যুরা গাছ গুলো কাটতে শুরু করলে, তার মেয়ে ইন্নাতারা ও বোন শেফালী বেগম দেখতে পেয়ে বাঁধা প্রদান করলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা, দাঁ, কুরাল দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি ভাবে মারধর করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে ও বাড়িঘর ভাংচুর করে।

আহত অবস্থায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার ডাঃ মামুন অর রশিদ চেম্বারে নিয়ে যান। পরের দিন শরীরের অবনতি হলে গত ২৩-০৮-২০২০ ইং তারিখে কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আনোয়ার হোসেনসহ ভূমিদস্যুদের বাঁচাতে নিরহ দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল মতিনের পরিবারের লোকজনের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী শুরু করছে। এবং আনোয়ার হোসেনের শালির ছেলে মৃত ফজলার রাজাকারের নাতী চিহ্নিত সন্ত্রাসী রানা মিয়া দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল মতিনের পরিবারকে নানা ধরনের হুমকীসহ ভয়ভীতি প্রদান করছে। তাই দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল মতিনসহ তার পরিবার প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে