জাপান আগামী সপ্তাহে অভিবাসীদের পুনরায় জাপানে ফেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় এ কথা জানায়।
করোনাভাইরাস মহামারি বৈশ্বিকভাবে ছড়িয়ে পরায় জাপান বিশ্বের ১ শ’র বেশী দেশ থেকে ছাত্র,ব্যবসায়ী এবং প্রশিক্ষণার্থীসহ আবাসিক অনুমোদন পাওয়া অভিবাসীদের জাপানে প্রবেশ স্থগিত রাখায় বর্তমানে ৯০ হাজারের মতো অীভবাসী জাপানের বাইরে রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার কারণে যারা জাপানে ঢুকতে পারেনি, তারা ৫ আগস্ট থেকে জাপানে ফেরার আবেদন করতে পারবেন।
যারা এই সুবিধার আওতায় রয়েছেন, তাদেরকে নিকটবর্তী জাপানি মিশন থেকে পুন:প্রবেশের অনুমতিপত্র নিতে হবে। ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে করোনা টেস্টের নেগেটিভ ফলাফলসহ আবেদন দাখিল করতে হবে।
অন্যান্য ক্যাটগরিতে বিদেশী নাগরিকরা ১ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন।
এ সব ক্যাটাগরির মধ্যে রয়েছে স্থায়ী অথবা দীর্ঘ মেয়াদি বসবাস এবং দম্পতি ও সন্তানের জাপানি নাগরিকত্ব অথবা স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন।
করোনাভাইরাসের কারণে ১৪০ টি দেশ থেকে লোকদের জাপানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে সরকার বলেছে, পর্যায়ক্রমে এগুলো উন্মুক্ত করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে