Shakib-al-hasan

বিডি নীয়ালা নিউজ(৫ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ টি২০ বিশ্বকাপের পর সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের সব ক্রিকেটার থাকবে দীর্ঘ ছুটিতে।

এরা অংশ নিবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। যা শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। এ লক্ষ্যে আজ মঙ্গলবার ভারত রওনা দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মুস্তাফিজুর রহমান কবে যাচ্ছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, হয়তো সাকিবের সঙ্গেই যেতে পারেন এই বিস্ময় বোলার। কয়েক বছর ধরেই সাকিব আল হাসান খেলে আসছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

সাকিব আল হাসানের জন্য আইপিএল নিয়মিত হলেও মুস্তাফিজের জন্য নতুন অভিজ্ঞতা। সাকিব কলকাতার হয়ে খেললেও মুস্তাফিজ খেলবেন আইপিএলের নতুন দল হায়দ্রাবাদের হয়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে