obaidul kader11

বিডি নীয়ালা নিউজ(৬ই মে১৬)-অনলাইন প্রতিবেদনঃ  এবার ‘অলআউট’ করা হবে ব্যাটারিচালিত অটোরিকশা। এ বার্তা দেশের সব বিআরটিএ-কে পৌঁছে দিয়ে নিজেই রাস্তায় নেমে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৬ মে) সকাল ১০টা থেকে রাজধানীর মিরপুর,গাবতলী,হেমায়েতপুর ও নবীনগরে অন্তত ১৬৩টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেন মন্ত্রী।

এছাড়া আরও ৮০টি ব্যাটারি জব্দ করে দিয়েছেন পুলিশকে। অভিযানের সময় হেমায়েতপুর,নবীনগর ও আমিনবাজার সড়কের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের সব সড়ক-মহাসড়কে কোনো ব্যাটারিচালিত অটোরিকশা দেখা মাত্রই জব্দ করতে হবে।

মন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়নে ঢাকাসহ সব সড়কে নেমে পড়েছেন বিআরটিএ কর্মকর্তারা। মন্ত্রী নিজে বিআরটিএর এ অভিযান দেখতে নিয়মিত দৌড়াচ্ছেন রাস্তায়।

একই সঙ্গে মন্ত্রী ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও অভিযান দেখছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, সারা দেশে লাখ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তায় নেমে দুর্ঘটনার কারণ হচ্ছে। অপচয় করছে বিদ্যুৎ। হাইকোর্টের নির্দেশনা ও সড়ক নিরাপত্তা কাউন্সিলের আপত্তি না মেনে অনুমোদিত এসব বাহন রাস্তায় দাপট দেখাচ্ছে। এখন থেকে আর কোনো ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমননে সড়ক-মহাসড়কে চলতে দেওয়া হবে না।

##বিডি নিউজ ২৪

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে