army

বিডি নীয়ালা নিউজ(২রা জুলাই ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ গুলশানের হোলি আর্টিসান রেস্টুরেন্টে জিম্মি উদ্ধারে কমান্ডো অভিযান শেষ হয়েছে। ৪৫ মিনিটের অভিযানে ৫ জনের মরদেহ ও ১২জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে অভিযান শেষ হওয়ার পরও ওই রেস্টুরেন্টে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে ঢুকে অবিস্ফোরিত বোমা নিস্ক্রীয় করছে। শনিবার (০২ জুলাই) সকালে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে জানান, ভেতর থেকে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়ছে। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে জিম্মি সংকটের অবসানের পর ফিরে গেছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। শনিবার (০২ জুন) সকাল সোয়া ৮টার দিকে তারা ঘটনাস্থলে ঢোকেন। গাড়ি নিয়ে সেখানে যান তারা। অভিযান শেষ করে তারা সকাল ৯টার দিকে ফিরে যান।

 

 

 

bdprotidin

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে