প্রতিবছরের ন্যায় এ বছরও সরকার তামাকজাত দ্রব্যের মূল্য পুণঃনির্ধারণ করেছে। কিন্তু কিছু অসাধু দোকানদার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করে আসছে। এসব অসাধু দোকানদার প্রতি শলাকা বেনসন ১৪ টাকার পরিবর্তে ১৫ টাকা এবং গোল্ডলিফ ১০ টাকার পরির্বতে ১১ টাকা বিক্রি করছে। এমতাবস্থায়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে গতকাল ঢাকার বকশি বাজারে পুলিশ অভিযান পরিচালনা করলে এর সত্যতার প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিক পুলিশ এসকল দোকানদেরকে মুছলেখা গ্রহণ করে কঠোর হুঁশিয়ারী প্রদান করেন। এছাড়াও তাদেরকে এই বলে সতর্ক করেন যে, পরবর্তীতে যদি কোন দোকানদার এইরকম অবৈধভাবে দাম বেশি রেখে সিগারেট বিক্রি করেন, তাহলে জেল ও জরিমানাসহ আইন শৃংখলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

এখানে উল্লেখ্য যে, সকল দোকানদারকে সিগারেটের নির্ধারিত দাম  বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে প্রতিনিয়ত অভিহিত করা হচ্ছে। তা সত্ত্বেও  কিছু অসাধু দোকানদার বেশী মুনাফার আশায় বাজেটের আগে এবং পরে বেশী দামে সিগারেট বিক্রি করেন। সর্বোপরি ভোক্তাদের কাছে অনুরোধ তারা যেন সঠিক দামে সিগারেট ক্রয় করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে