ডেস্ক রিপোর্টঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেয়া হবে আগামী অক্টোবরে। গত আগস্টে এ নিয়োগের জন্য আবেদন করেন প্রার্থীরা।

এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি ১৯-২৬ অক্টোরের মধ্যে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রার্থীরা ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। সারা দেশ থেকে প্রায় ২৪ লাখের মতো আবেদন জমা পড়েছে।

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে