7857b270d4649d848409e9c58e8c6a3e-2

বিডি নীয়ালা নিউজ(১২জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ একসময় মধ্যবিত্ত পরিবারের বসার ঘরে ‘বক্স’ টেলিভিশনের একচ্ছত্র দাপট ছিল। সেই দিন বদলে গেছে। এখন সেই বক্স টেলিভিশন প্রায় উঠেই গেছে। সেই জায়গা দখল করেছে এখন পাতলা এলইডি টেলিভিশন। এলইডি টেলিভিশনের দামও ধীরে ধীরে নাগালের মধ্যে আসছে।
বাণিজ্য মেলার ইলেকট্রনিক পণ্যের দেশীয় ব্র্যান্ডের বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে এখন বক্স টেলিভিশনের পরিবর্তে এলইডি টেলিভিশনের সমাহার। ক্রেতা আকর্ষণে মূল্যছাড়ের ছড়াছড়িও আছে। কেউ দিচ্ছে ১৫ শতাংশ, কেউ ১০ শতাংশ; আবার কেউ উপহারসামগ্রী। এতে বেচাকেনাও বেশ ভালো।
ইলেকট্রনিক পণ্যের মধ্যে এবার বাণিজ্য মেলায় টেলিভিশন ও রেফ্রিজারেটরের চাহিদা বেশি। ওয়াশিং মেশিন, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, টোস্টারসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেও ক্রেতাদের আগ্রহ রয়েছে। 

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে