hathurusingha_2

বিডি নীয়ালা নিউজ(১৯জানুয়ারি১৬)-স্পোর্টস ডেস্কঃ  শুরু থেকেই বলা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দারুণ একটি প্রস্তুতি মান হচ্ছে জিম্বাবুয়ের এই সফরকে। এই কারণেই, প্রতি ম্যাচেই স্বাগতিক দলে আসছে পরিবর্তন। অনেকেই তা নেতিবাচক হিসেবে দেখছেন, অনেকে আবার ইতিবাচক। শেষপর্যন্ত কোচ হাতুরুসিংহে নিজেই এর ব্যাখা দিলেন। জাতীয় দলের এই কোচের হস্তক্ষেপেই স্থগিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ(বিসিএল)। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করতে চান তিনি। সেক্ষেত্রে জাতীয় দলের বাইরে থাকা অনেক শীর্ষ ক্রিকেটারকেই আসতে হবে লিগ ছেড়ে। অন্যদিকে, চলতি সিরিজে খেলোয়াড় পরিবর্তন করাটাও পরীক্ষার পর্যায়ে চলে গেছে। হাতুরুসিংহের মতে, কোন ঝুঁকি এবার তিনি নিতে চান না। ওয়ানডে বিশ্বকাপের কথা উল্লেখ তিনি বলেছেন, ‘গত বিশ্বকাপে আমাদের হাতে মাত্র ১৫ জন খেলোয়াড় ছিল। দু-একজন চোটে পড়ার পর বিকল্প হিসেবে যাদের পেয়েছিলাম, তাঁরা সব দিক দিয়েই অন্যদের তুলনায় পিছিয়ে ছিল। সেই একই ভুল আবার করতে চাই না। এ কারণেই এবার এত পরীক্ষা-নিরীক্ষা।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে