সাম্প্রতিক সংবাদ

হবিগঞ্জে জামায়াতের আমীরসহ ১৪ জন গ্রেফতার

Habigonj jamat pic

বিডি নীয়ালা নিউজ(১৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ হবিগঞ্জে নাশকতার পরিকল্পনা ও অর্থ বিতরণকালে জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমানসহ ১৪ জন জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা করে।  গ্রেফতারকৃতরা হল, বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আহাদ, হবিগঞ্জ পৌর জামায়াতের সেক্রটারী মোঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মুকিত পাঠান, হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রটারী মো. মোশাহিদ আলী, হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমেদ, নবীগঞ্জ উপজেলা বাউশা ইউপি জামায়াতের সভাপতি আহম্মদ আলী, হবিগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুর রহমান, আজমীরীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. নাছির উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সভাপতি মো. ইমান আলী, চুনারুঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল খালেক, বানিয়াচং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ আব্দুর রাজ্জাক খান, বানিয়াচং থানা জামায়াতের সভাপতি মো. মজিবুর রহমান ও লাখাই থানা জামায়াতের সভাপতি মো. নুরউদ্দিন।  পুলিশ জানায়, শুক্রবার উল্লেখিত সময়ে শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমানের বাড়িতে নাশকতার পরিকল্পনা ও অর্থ বিতরণ সংক্রান্ত গোপন সভা চলাকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক লাখ এক হাজার টাকা, ৪ হাজার ১শত লিফলেট, ৭০টি জিহাদী বই, ৫শতটি দাওয়াত পত্র ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার মাকসুুদুর রহমান মনির প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com