সাম্প্রতিক সংবাদ

সৌদি জনগণ নিয়ে ভাবে না পশ্চিমা দেশগুলো

bahrain

বিডি নীয়ালা নিউজ(১৯জানুয়ারি১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ  শিয়া মুসলিম নেতা শেখ নিমর আল-নিমরকে বাঁচাতে ব্যর্থতার জন্য পশ্চিমা সরকারগুলোকে দায়ী করেছেন তার ছেলে মোহাম্মদ আল-নিমর।

তিনি বলছেন, পশ্চিমা দেশগুলো সৌদি সরকারের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারছে না।

সন্ত্রাসবাদের অভিযোগে এ মাসের শুরুতে শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। কিন্তু শিয়া এই ধর্মীয় নেতার মৃত্যুদণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে প্রতিবেশী ইরান।

সাঁজা কার্যকরের পর ইরান আর সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যায়।

বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে মোহাম্মদ আল-নিমর বলছেন, ”যুক্তরাষ্ট্র এবং তার ব্রিটিশ সহযোগীরা সৌদি সরকারের উপর যথেষ্ট চাপ দিতে পারছে না। কারণ তারা রাজপরিবারের সঙ্গেই শুধুমাত্র সম্পর্ক রাখতে চায়। সৌদি জনগণ নিয়ে তারা ভাবে না।”

ইসলামিক স্টেট গ্রুপ যে ধরণের আদর্শ ধারণ করে, সৌদি আরবের ওহাবী ইসলামী আদর্শদের সরকারও এই আদর্শ অনুসরণ করে বলে তিনি অভিযোগ করছেন।

সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে ২রা জানুয়ারি ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এদের মধ্যে একজন ছিলেন শিয়া নেতা শেখ নিমর আল-নিমর।

সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমরকে শনিবার মৃত্যুদণ্ড দেয়া হলেও, তার সমর্থকেরা মনে করেন যে, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে প্রাণদণ্ড দেয়া হয়েছে।

সৌদি আরবে শেখ আল-নিমরের মৃত্যুদণ্ড লেবানন থেকে ইরান পর্যন্ত বিভিন্ন দেশে শিয়া জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

বিশ্বের এই অঞ্চলে শিয়া ও সুন্নিদের সবচেয়ে বড় শক্তি ইরান ও সৌদি আরব।

 

সূত্রঃ- বিবিসি বাংলা

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com