UN envoy to Syria Staffan de Mistura

বিডি নীয়ালা নিউজ(৪ই ফেব্রুয়ারী১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ  সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলা সংঘাত অবসানে জেনেভায় চলমান শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘ।

তবে, আলোচনা এখনো ব্যর্থ হয়নি দাবী করে জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডে মিসচুরা, বলছেন এ মাসের ২৫ তারিখে নতুন করে আলোচনা শুরু হবে।

এদিকে, জাতিসংঘের এই সিদ্ধান্তের জন্য এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং রাশিয়ার সমালোচনা করছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।

তবে, এই বক্তব্যের সঙ্গে দ্বিমত রয়েছে খোদ সিরিয়ার বিরোধী পক্ষেরই।

বিরোধীদের একজন মধ্যস্থতাকারী বলছেন, রুশ বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উচিত কেবল বক্তব্য দেয়ার বাইরেও কিছু করা।

জেনেভায় শান্তি আলোচনা থেকে কোন ফলাফল না পাওয়ায় সিরিয়ার সরকার এবং বিরোধী, উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে।

কিন্তু জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডে মিসচুরা, বলছেন সমাধানে পৌছুতে হলে উভয় পক্ষকেই আরো অনেক কাজ করতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয় জনসাধারণের ওপর ক্রমাগত রুশ বিমান হামলা এই শান্তি আলোচনার পথে এক বিরাট অন্তরায়।

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে